আপনজন ডেস্ক: আর্লিং হলান্ড আরেকটি রেকর্ড ভেঙেছেন! এটা অবশ্য নতুন কিছু নয়। প্রতি ম্যাচেই হলান্ড কোনো না কোনো রেকর্ড ভাঙছেনই। এবার ভাঙলেন ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। যে রেকর্ডটি এত দিন এককভাবে দখলে ছিল লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর। আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার দারুণ খেলেছেন হলান্ড। এদিন ম্যাচের শুরুতেই কেভিন ডি ব্রুইনার গোলে অ্যাসিস্ট করেন এ নরওয়েজীয় তারকা। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনার দ্বিতীয় গোলটিতেও ছিল হলান্ডের অ্যাসিস্ট। ম্যাচের যোগ করা সময়ে আর্সেনালের হয়ে চতুর্থ গোলটি নিজেই করেন হলান্ড। আর এই গোলের মধ্য দিয়ে গড়েছেন নতুন মাইলফলকও। এটি ছিল চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে হলান্ডের ৩৩তম গোল। ৩৮ ম্যাচের মৌসুমে এর আগে রেকর্ডটি ছিল সালাহর। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে অভিষেকেই ৩২ গোল করে রেকর্ডটি গড়েছিলেন এই ফরোয়ার্ড। এর পর থেকে রেকর্ডটি সালাহর দখলেই ছিল, যা গতকাল রাতে ভেঙে দিয়েছেন হলান্ড। সালাহর আগে রেকর্ডটি সম্মিলিতভাবে নিজেদের দখলে রেখেছিলেন অ্যালেন শিয়ারার, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ। তিনজনই গোল করেছিলেন ৩১টি করে। ইয়ুর্গেন ক্লপের অধীনে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রেকর্ডটি এককভাবে নিজের দখলে নিয়েছিলেন মিসরীয় তারকা, যা এবার ভাঙলেন হলান্ড।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct