আপনজন ডেস্ক: রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচটা জিতলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যেতে পারত বার্সেলোনা। পাশাপাশি শিরোপা পুনরুদ্ধারের পথও আরেকটু সুগম হতো। কিন্তু সেই সুযোগ নিতে পারেনি জাভি হার্নান্দেজের দল। ভায়েকানোর মাঠে বার্সা হেরেছে ২–১ গোলে ব্যবধানে। শুরুতে ২–০ গোলে পিছিয়ে পড়লেও পরে বার্সার হয়ে এক গোল শোধ করে ব্যবধান কমান রবার্ট লেভানডফস্কি। আগের রাতে জিরোনার মাঠে ৪–২ গোলে বিধ্বস্ত হয়ে নিজেদের শিরোপা লড়াই থেকে অনেক দূরে ঠেলে দেয় রিয়াল। সে সঙ্গে বার্সার কাজটাও অনেক সহজ করে দেয়। সেই সহজ কাজের প্রথম ধাপটা ভালোভাবে পেরোতে না পারায় রাগে ফুঁসছেন জাভি। ম্যাচ শেষে অজুহাত দিতে না চাওয়া বার্সা কোচ বলেছেন, ‘কোনো অজুহাত দেব না। আমাদের শনিবার নিয়ে ভাবতে হবে। আমাদের আবার ভালো ছন্দে ফিরতে হবে যেমনটা আমরা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলেছিলাম। আজ আমরা ম্যাচের প্রয়োজন অনুযায়ী খেলতে পারিনি। আমি রাগান্বিত। খেলোয়াড়েরাও রাগ নিয়ে মাঠ ছেড়েছে। ’ম্যাচে দুই দল যেভাবে খেলেছে, সে বিবেচনায় ভায়েকানো যোগ্য দল হিসেবে জিতেছে বলে মন্তব্য করেছেন জাভি, ‘আমরা হতাশ। কারণ, আমাদের সুযোগ ছিল লিডটা আরও বড় করার। এ জয় রায়োর প্রাপ্য। আমাদের উচিত তাদের অভিনন্দন জানানো। ’এ হারের পরও লিগ শিরোপা জয়ের পথে থাকায় স্বস্তি পাচ্ছেন জাভি, ‘ইতিবাচক ব্যাপার হচ্ছে আমরা লা লিগা জয়ের ধারপ্রান্তে আছি। কিন্তু আমরা ভালো ম্যাচ খেলিনি। আমরা মোটেই স্বস্তিতে ছিলাম না। তারা খুবই আগ্রাসী খেলেছে। ’নিজেদের ঘাটতির কথা বলতে গিয়ে জাভি আরও বলেছেন, ‘সব ম্যাচের আলাদা চরিত্র আছে। আতলেতিকোর বিপক্ষে শেষ আমরা ভালো খেলেছিলাম। আমরা সেদিন ম্যাচটা ভালোভাবে পড়তে পেরেছিলাম। কিন্তু আজ পারিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct