আপনজন ডেস্ক: এক বছর আগে বিএম-২১ গ্রাড রকেট লঞ্চার দিয়ে একবারে ৪০টি গোলা ছুঁড়তো ইউক্রেনের সেনাবাহিনী। কিন্তু এখন একসঙ্গে ৪০টি ব্যারেলের মাত্র অল্প কটি ব্যবহার করতে পারছে তারা। এর কারণ হিসেবে দেশটির সেনাবাহিনী বলছে, তাদের কাছে যথেষ্ট পরিমান অস্ত্র নেই। গত কয়েক মাস ধরে রাশিয়া পূর্ব ইউক্রেনের বাখমুট শহরের নিয়ন্ত্রণ নিতে সর্বশক্তি নিয়োগ করেছে। এখনও সেই লড়াইয়ে জয়-পরাজয়ের নির্ধারণ হয়নি। তবে রুশরা এখন তাদের লক্ষ্যের কাছাকাছি। ইউক্রেনের গ্রাড রকেটের মজুদ প্রায় শেষের দিকে। তাদেরকে এখন অন্য দেশ থেকে আসা রকেটের ওপর নির্ভর করতে হচ্ছে। ইউক্রেন সেনাবাহিনীর একজন সদস্য ভলোদোমি। তিনি বলেন, চেক বিপাবলিক, রোমানিয়া এবং পাকিস্তান থেকে যেগুলো আসছে সেগুলোর মান ভালো নয়। যদিও বাইরে থেকে ট্যাংক ও সাঁজোয়া যানসহ অনেক আধুনিক অস্ত্র আসছে, তবে ইউক্রেন এখনও সোভিয়েত জমানার অস্ত্র-গোলা-বারুদের ওপর অনেকটাই নির্ভরশীল। তাদের কাছে এমনকি রাশিয়ার তৈরি বুক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে - যা দিয়ে বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা যায়। এই বুক বিমান বিধ্বংসী অস্ত্র থাকার কারণে রাশিয়া এখনও ইউক্রেনের আকাশের নিয়ন্ত্রণ নিতে পারেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct