মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: বুধবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষদের একগুচ্ছ উপহার তুলে দিলেন। দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ে উপভোক্তাদের পরিষেবা প্রদান করেন তিনি। মূল অনুষ্ঠানটি নবান্ন থেকে হলে ও প্রতিটি জেলা ও ব্লক স্তরে আধিকারিক এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে নানান পরিষেবা তুলে দেওয়া হয়।অন্যান্য জেলার মতো উত্তর ২৪ পরগনার বারাসাতে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত দুয়ারে সরকারের এই পরিষেবা প্রদানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বীনা মন্ডল, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল ভট্টাচার্য,তাহেরুজ্জামান, বারাসাত (সদর) মহকুমা শাসক সোমা সাউ,মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct