নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: সরকারি জমির পাট্টা বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পাট্টা দেওয়ার অভিযোগ সভাপতির। জমির পাট্টা বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব।পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ভূমি কর্মাধ্যক্ষের অনুগামীদের মধ্যে বচসা এবং হাতাহাতিকে কেন্দ্র করে হুলস্থুল কান্ড।জানা গেছে,বুধবার ছিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তথ্য মিত্র কেন্দ্রে পাট্টা বিতরণ কর্মসূচি।যাদের নিজস্ব জমি নেই,ভূমিহীন দুয়ারে সরকারে আবেদনের মাধ্যমে তারা সরকারি জমির পাট্টা পাবে এমনটাই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই অনুযায়ী এদিন চলছিল কর্মসূচি।কর্মসূচি চলাকালীন হঠাৎই ব্লক চত্বরে এসে হট্টগোল শুরু করেন হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস।তার অভিযোগ এই পাট্টা বিতরণ কর্মসূচির কথা তাকে জানানো হয়নি।রাতের অন্ধকারে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পাট্টা বিতরণের তালিকা তৈরি করেছেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ্য আদিত্য মিশ্র।যারা ভূমিহীন তারা পাট্টা পাচ্ছেন না অথচ যাদের জমি রয়েছে তারা পাচ্ছে।তাই তিনি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু এবং ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহার কাছে দাবি জানান এই কর্মসূচি বন্ধ করার।তারপরেই আদিত্য মিশ্র এবং কোয়েল দাসের অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।যদিও সরকারি আধিকারিকদের দাবি সম্পূর্ন নিয়ম মেনে কর্মসূচি হয়েছে।কোনো দুর্নীতি হয়নি।অন্যদিকে ভূমি কর্মাধক্ষ্য আদিত্য মিশ্র পাল্টা বন্যা ত্রাণ নিয়ে খোঁচা দিয়েছেন সভাপতি কোয়েল দাসকে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস বলেন ‘রাতের অন্ধকারে পাট্টা বিতরণ তৈরি করার তালিকা তৈরি করা হয়েছে।আমাকে কোন কিছু জানানো হয়নি।লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই পাট্টা দেওয়া হয়েছে।’হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ্য আদিত্য মিশ্র বলেন ‘কোন রকম দুর্নীতি হয়নি।যারা প্রকৃত প্রাপক তাদেরকে দেওয়া হয়েছে।এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।আর যিনি অভিযোগ করছেন তিনি নিজে বন্যাত্রাণ দুর্নীতিতে জড়িত।’বিডিও অনির্বাণ বসু বলেন ‘মুখ্য মন্ত্রীর নির্দেশে নিয়ম মেনে এই কর্মসূচি হয়েছে।আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।’হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা বলেন ‘ সঠিকভাবে অনুসন্ধান করে পাট্টা প্রাপকদের তালিকা তৈরি করা হয়েছে।এখানে দুর্নীতির কোনো প্রসঙ্গই উঠে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct