নিজস্ব প্রতিনিধি, হুগলী, আপনজন: সজাগ মঞ্চের মনুষ্যত্বের হাত বাড়িয়ে দাও প্রকল্পের মাধ্যমে হুগলী জেলার পূড়শুড়া থানার বড়দিগরুই গ্রামে একজন অসহায় বিধবা মহিলার পরিবারকে পানীয় জল ও নিত্যদিনের ব্যবহার্য্য জলের জন্য বসিয়ে দেওয়া হল একটি হ্যান্ড সিলিন্ডার কল ত্রিশ হাজার পাঁচশত টাকা ব্যায়ে। উল্লেখ্য পরিবারটি মূল পাড়া থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে মাঠের মাঝখানে একটি কবর স্থানের জায়গায় বসবাস করছিল। কাছে কোন পুকুর ও ডোবা ও নলকূপ না থাকায় ওই দূরে থেকে খুবই কষ্ট করে অসুবিধার মধ্য দিয়ে প্রতিদিনের প্রয়োজনীয় জল নিয়ে আসতে হত। তাই পরিবারটি বিভিন্ন জায়গায় কল বসিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ব্যর্থ হয়ে সজাগ মঞ্চের কাছে আবেদন করেন। সজাগ মঞ্চ সেই আবেদনে সাড়া দিয়ে এই পবিত্র রমযানের মধ্যে কলটি বসিয়ে দেয়। এবং পবিত্র ঈদের দিনে সম্পাদক সেখ বাহারুল ইসলাম সাহেবের নেতৃত্বে সজাগ মঞ্চের একটি টিম উদ্বোধন করেন। এর ফলে পরিবারটি খুবই উপকৃত হবেন ও তার সাথে সাথে মাঠে চাষ করতে আসা বহু চাষীর পানীয় জল পেতে সুবিধা হল। মঞ্চের সম্পাদক জানান এই প্রকল্পটি বাস্তবায়ন করতে একজন জাতীয় স্তরের আলেম পঁচিশ হাজার টাকা ও মঞ্চের সহসম্পাদক সালাউদ্দিন মল্লিক সাাহেব পাঁচ হাজার পাঁচশত টাকা অনুদান করেছেন। এই উৎসবকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সম্পাদক সহ মঞ্চের সহসভাপতি সেখ ফজলুল, কোষাধ্যক্ষ সেখ ইয়াসিন আলি, নূর মোহাম্মদ, সেলিম মোল্লা, সেখ বাবলু আলি,সেখ তানজিল হোসেন, সেখ জুলহাস, সেখ সিরাজুল ইসলাম, সেখ হবিবুর রহমান, সেখ পারভেজ, সেখ শোয়েব হামজা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct