আপনজন ডেস্ক: এক দেশের ঘরোয়া প্রতিযোগিতা আরেক দেশে কিংবা এক মহাদেশের টুর্নামেন্ট অন্য মহাদেশে আয়োজন নতুন কিছু নয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল একাধিকবার সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকায় হয়েছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুটা তো আরব আমিরাতেই। ২০১৬ সালে কোপা আমেরিকার ১০০ বছর পূর্তিতে টুর্নামেন্ট হয়েছিল যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক বছরগুলোতে তো স্প্যানিশ ও ইতালিয়ান সুপার কাপ বিদেশেই বেশি হয়েছে—যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার এমনকি চীনেও। আইপিএল ও পিএসএল বাইরে আয়োজনের পেছনে বড় কারণ জাতীয় নির্বাচন, করোনার প্রাদুর্ভাব ও নিরাপত্তা–শঙ্কা। কিন্তু ইউরোপীয় ফুটবলের ক্ষেত্রে তা নয়। মূলত বহির্বিশ্বের বাজার ধরতেই অন্য দেশ বা মহাদেশে ঘরোয়া লিগ আয়োজন করে এসেছে স্প্যানিশ, ইতালিয়ান ফেডারেশন ও কনমেবল। এবারও উয়েফাও সে পথে হাঁটতে চলেছে। সব ঠিক থাকলে ২০২৬ সালের দিকে যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়নস লিগ আয়োজন করতে পারে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। ফাইনালও হতে পারে মার্কিন মুলুকে। ‘মেন ইন ব্লেজার্স’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। তিনি বলেছেন, ‘এটা সম্ভব, খুবই সম্ভব। এ নিয়ে আমরা আলোচনা শুরু করেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct