আপনজন ডেস্ক: একটা মানুষের সিঙ্গেল থাকার পেছনে অবশ্যই অনেক কারণ থাকে। সেটা হয়তো মনের অজান্তেই ঘটছে। হয়তো নিজেও সেটা উপলব্ধি করতে পারছেন না। এখনও একা থাকার কারণ হতে পারে আগের সঙ্গীকে এখনও ভুলতে না পারা। আপনি হয়তো নিজেকে বোঝান যে সব শেষ, কিন্তু তার পরেও আপনার মনের বড় অংশ দখল করে আছে অতীত। সোশ্যাল মিডিয়ায় হয়তো এখনও সেই মানুষটির প্রোফাইল ঘাটা হয়। প্রাক্তনকে মন থেকে মুছে ফেলতে না পারলে নতুন সম্পর্কে জড়ানো সহজ নয়। এছাড়া সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে অতিরিক্ত বাদ-বিচার। বডি ল্যাংগুয়েজ, শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষেত্র, রূপ, আর্থিক অবস্থা, বংশ সহ আরও অনেক বিষয় দেখেন আপনি। কিন্তু ‘পারফেক্ট' বলে যেহেতু কিছু নেই, তাই আপনারও কাউকেই পছন্দ হয় না। সব মিলে গেলেও হয়তো কথা বলার ধরন কিংবা হাঁটার ভঙ্গি পছন্দ হয় না। আর এত খুঁতখুঁতে হওয়ার কারণেই একা জীবন কাটাতে হচ্ছে আপনার। হয়তো আপনি বাড়ির বাইরে খুববেশি সময় কাটান না। আপনি খুব ঘরকুনো। অপরিচিত মানুষের সাথে মিশতে পছন্দ করেন না। পরিচিতি গণ্ডির বাইরে যেতে ভালো লাগে না। বাহিরে সময় কম কাটান। এরকম অভ্যাস যাদের, তাদের ‘সিঙ্গেল' থাকার সম্ভাবনা বেশি। একাকীত্ব ঘোচাতে হলে বাইরে সময় কাটাতে হবে এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে হবে। হতে পারে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী।অতিরিক্ত আত্মবিশ্বাস যাদের, তারা সহজে কাউকে সুযোগ দিতে চান না। নিজে যা ভাবেন, তার বাইরে কিছু ভাবতেও চান না। কারও পরামর্শও গ্রহণ করতে পারেন না। ফলে এধরনের মানুষের একা থাকার সম্ভাবনা বেশি। এছাড়া হতে পারে আপনার আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস নেই যাদের তারা পছন্দের মানুষের সামনে দাঁড়াতে, কথা বলতে ভয় পান। কেউ যদি ডেট-এ যাওয়ার প্রস্তাবও দেয়, তাদের মাথায় অনেক নেতিবাচক চিন্তা ঘুরপাক খায়। যাদের আত্মবিশ্বাসের অভাব আছে, তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে দোষী মনে করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct