আপনজন ডেস্ক: সুদানে ক্ষমতার জন্য লড়াই করছে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী। চলমান সংঘাতের ফলে দেশটিতে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা গেছে। এমন পরিস্থিতিতে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সুদান। সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) জানিয়েছে, যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মধ্যস্থতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রথম এই সন্ধির কথা ঘোষণা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct