আপনজন ডেস্ক: মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতর উদযাপন করেছেন লাখ লাখ ওমরাহযাত্রী। ঈদের সময় তাঁরা নিজ নিজ দেশের পোশাক পরে ঐতিহাসিক বিভিন্ন স্থানগুলো পরিদর্শন করেন। বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীদের আগমনে দর্শনীয় স্থানগুলো বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে। হজ ও ওমরাহ বিষয়ক গবেষক ফাতেন হুসাইন বলেন, ‘ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পালন করতে মক্কায় সারা বিশ্ব থেকে মানুষ একত্র হয়। তারা পবিত্র কাবাঘর ও সাফা-মারওয়া প্রদক্ষিণ করে ওমরাহ পালন করে। এখানে মিসর, ইরাক, তুরস্ক, আবিসিনিয়া, সিন্ধু, ভারতবর্ষসহ বিশ্বের সব প্রান্তের লোকের সমাগম ঘটে। আর সব দেশেই ঈদের পোশাক ও পরিচ্ছদে থাকে বৈচিত্র্য ও অনন্য সৌন্দর্য। ঈদের সময়ে বিশ্বের নানা প্রান্তের মানুষের উপস্থিতি মক্কা ও মদিনার মসজিদকে করে তোলে বৈশ্বিক ঐক্যের মূর্তপ্রতীক। আবার খাবারের ক্ষেত্রেও এই বৈচিত্র্য লক্ষণীয়। মক্কার সড়ক ধরে গেলে দেখা যাবে বুখারি রাইস রেস্তোরাঁ, ভারতীয় রেস্তোরাঁ, তুর্কি রেস্তোরাঁসহ নানা বাহারি খাবারের পসরা। মক্কার একটি হোটেলের তত্ত্বাবধায়ক রিহেম জাহেদ বলেন, এ বছর রমজানে ২০ লাখের বেশি ওমরাহযাত্রী পবিত্র মসজিদুল হারামে উপস্থিত হওয়ায় মক্কা একটি বৈশ্বিক নগরীতে পরিণত হয়েছে। তাই ঈদের নামাজে বিভিন্ন দেশের মুসল্লিদের নিজ নিজ দেশের পোশাক পরার দৃশ্য সত্যিই অন্য রকম দৃশ্য তৈরি করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct