আপনজন ডেস্ক: ১, ২, ৩। যত ম্যাচ, তত উইকেট। এমন কিছু করার সংকল্প নিয়েই কি আইপিএলে প্রতিটি ম্যাচে খেলতে নামছেন নুর আহমেদ!নুর আহমেদের আইপিএল অভিষেক এবারই, গুজরাট টাইটানসের হয়ে। গত ১৬ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ১ উইকেট পেয়েছিলেন আফগান বাঁহাতি রিস্ট স্পিনার। ১৮ বছর বয়সী নুর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পেলেন ২ উইকেট। সেই নুর আজ আহমেদাবাদে তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে পেলেন ৩ উইকেট। ৩ উইকেট নিতে ৪ ওভারে ৩৭ রান খরচ করেছেন নুর। তাঁর আফগান-সতীর্থ রশিদ খান নিয়েছেন ২৭ রানে ২ উইকেট। দুই আফগান স্পিনারের ঘূর্ণিতে মুম্বাইকে দিশেহারা করে ৫৫ রানে জিতেছে গুজরাট। সপ্তম ম্যাচে দলটির এটি পঞ্চম জয়। অন্যদিকে সমান ম্যাচে মুম্বাই হারল চতুর্থবার।
মুম্বাইকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছিল গুজরাট। গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া দ্বিতীয় ওভারেই ফিরতি ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। ৮ বলে মাত্র ২ রানই করতে পেরেছেন রোহিত। এরপর ক্যামেরন গ্রিনকে ৩৯ রানের জুটি ঈশান কিষানের। অষ্টম ওভারে রশিদের রংআনে আকাশে ক্যাচ তুলে বিদায় নেন রান করতে হিমশিম খাওয়া কিষান (২১ বলে ১৩)। ওই ওভারের শেষ বলে তিলক বর্মাকে এলবিডব্লু করে মুম্বাইকে আরেকটি ধাক্কা দেন রশিদ। এরপর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন নুর। ১১তম ওভারে তিন বলের মধ্যে ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড ফেরানো নুর পরের ওভারে ফিরতি ক্যাচ নেন সূর্যকুমার যাদবের। ১২ বলে ২৩ রান করেছেন সূর্য। ২৬ বলে ৩ ছক্কায় ৩৩ রান করা গ্রিন মারতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন। ১১তম ওভারে নুরের জোড়া আঘাতের পর অবশ্য পাল্টা আক্রমণে ১১ বলে ৩১ রান তুলে ফেলেছিলেন সূর্যকুমার ও নেহাল ওয়াধেরা। তবে শেষ রক্ষা হয়নি। ৫৯ রানে ৫ ও ৯০ রানে ৬ উইকেট হারানো মুম্বাই পুরো ২০ ওভার খেলে তুলতে পারে ৯ উইকেটে ১৫২ রান। মুম্বাইয়ের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৪০ রান করা ওয়াধেরা মেরেছেন ৩টি করে চার-ছক্কা। এর আগে শুবমান গিল, মাঝখানে অভিষেক মনোহর ও ডেভিড মিলারের পর শেষে রাহুল তেওয়াতিয়া গুজরাটের হয়ে ঝড় তুলেছেন। গিলের ৩৪ বলে ৫৬, মনোহরের ২১ বলে ৪২, মিলারের ২২ বলে ৪৬ রানের পর তেওয়াতিয়ার ৫ বলে ২০ রানের ক্যামিওতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান তুলেছে গুজরাট। শেষ ১০ ওভারে তারা তোলে ১২৩ রান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct