আপনজন: সাহেবগঞ্জে ‘নবজোয়ার’ কর্মসূচির প্রথম সভায় বক্তব্য পেশ করেন তৃণমূলের সর্বভারতীয সাধারণ সম্পাদক। আগামী পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে স্থানীয়দের ভূমিকা নিয়ে সচেতন করেন তিনি। বুঝিয়ে দেন তাঁদের অধিকার, দাবি-দাওয়ার বিষয়গুলি। একইসঙ্গে আগাগোড়া কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তিনি। বলেন, ‘কোনও শাসক দল এভাবে রাস্তায় নামে না, বিরোধী দল নামে। আমরা ক্ষমতা থেকেও রাস্তায় নামছি, মানুষের পাশে যাচ্ছি। কারণ আমাদের কোনও অহঙ্কার নেই। কোচবিহার থেকে শুরু হল পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি। মঙ্গলবার সকালে সাহেবগঞ্জে ‘নবজোয়ার’ কর্মসূচির প্রথম সভায় বক্তব্য পেশ করেন তৃণমূলের সর্বভারতীয সাধারণ সম্পাদক। আগামী পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে স্থানীয়দের ভূমিকা নিয়ে সচেতন করেন তিনি। বুধিয়ে দেন তাঁদের অধিকার, দাবি-দাওয়ার বিষয়গুলি। একইসঙ্গে আগাগোড়া কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তিনি। বলেন, ‘কোনও শাসক দল এভাবে রাস্তায় নামে না, বিরোধী দল নামে। আমরা ক্ষমতা থেকেও রাস্তায় নামছি, মানুষের পাশে যাচ্ছি। কারণ আমাদের কোনও অহঙ্কার নেই। ’ অর্থাৎ, স্থানীয় উন্নয়নে তৃণমূল যে মরিয়া এবং শাসক দলে থেকেও উন্নয়ন ও মানুষের অদিকার আদায়ে যে বিরোধীদের ভূমিকা পালন করছে তা বোঝাতে চেয়েছেন অভিষেক।
‘কোচবিহারে আসার সময় যে উচ্ছ্বাস কোচবিহারবাসীর দেখেছি, তার জন্য আমি চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আজ প্রথম মিটিং আমরা সাহেবগঞ্জ থেকে শুরু করছি। গরমে আপনাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি। কিন্তু আগামী দিনে যদি এই প্রয়াসকে সফল ও স্বার্থক করতে হয়, তাহলে এই কষ্ট আমাদের সহ্য করতে হবে’ ‘দুই মাসের জন্য ঘর, বাড়ি, পরিবার, বন্ধু-বান্ধব সব ছেড়ে এসেছি আপনাদের সঙ্গে থাকব বলে। কোনও শাসক দল এভাবে রাস্তায় নামে না, বিরোধী দল নামে। আমরা ক্ষমতা থেকেও রাস্তায় নামছি, মানুষের পাশে যাচ্ছি। কারণ আমাদের কোনও অহঙ্কার নেই। ’‘মানুষের সমর্থন এবং আগামী দিনে মানুষের পঞ্চায়েত গঠন করা। আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান, তা জানতে এসেছি। আপনার বুথে কে প্রার্থী হবে, তা তৃণমূল কংগ্রেস ঠিক করবে না। আপনি যাঁকে প্রার্থী হিসেবে মান্যতা দেবেন, দলের সর্বশক্তি প্রয়োগ করে আমরা তাঁকে জিতিয়ে আনব। মানুষ ঠিক করবে মানুষের প্রার্থী কে। এটাই আমাদের অহঙ্কার। আমি এখানে রাজনৈতিক কথা বলতে আসিনি। রাজনৈতিক কথা হয়ত সারাবছর আপনারা শোনেন আমার মুখ থেকে। ’সোমবার কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানিয়েছিলেন ‘গ্রাম বাংলা মতামত’ কর্মসূচির আওতায় গোপন ব্যালটে ভোট নিয়ে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। অভিষেক চলে যেতে ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের সাহেবগঞ্জ ও গোঁসানিমারি। সেখানে ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’জায়গায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যালট পেপার নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দল তৃণমূল কর্মী সমর্থক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনাকে কেন্দ্র করে গোঁসানিমারি ও সাহেবগঞ্জে এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে। এমনকী সেখানে ব্যালট বক্স ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। বক্স থেকে ব্যালট পেপার বের করে ফেলতে দেখা যায় তৃণমূল কর্মীদের। অভিষেকের জনসংযোগ যাত্রার প্রথম দিনে স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছে শাসকদল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct