আপনজন ডেস্ক: প্রেম এমন একটি অনুভূতি যখন হয় মনে হয় যেন এটাই স্বর্গ। কিন্তু এই প্রেমই কাল হয়ে দাঁড়ায় যখন এই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যেকোনো সম্পর্কের বিচ্ছেদ কষ্টকর কিন্তু প্রেমের বিচ্ছেদের শোক কাটানো কঠিন হয়ে যায়। এবার থেকে সে কথা মাথায় রেখে বিচ্ছেদ যন্ত্রণায় তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে চলেছে নিউজিল্যান্ড সরকার। বিচ্ছেদের পর অবসাদগ্রস্তদের পাশে ‘লাভ বেটার’নামে একটি একটি কর্মসূচির মাধ্যমেই সাহায্য করবে সরকার। মূলত ১৬-২৪ বছর বয়সিরা এই কর্মসূচির আওতায় পড়বেন। এই ধরনের অভিনব কর্মসূচির পরিকল্পনা করছেন নিউ জিল্যান্ড সরকারের মন্ত্রী প্রিয়ঙ্কা রাধাকৃষ্ণান। এর জন্য তারা বাজেটও ঘোষণা করেছে।এই কর্মসূচির প্রথম উদ্দেশ্য, দেশের তরুণ প্রজন্মকে বিচ্ছেদের হতাশা থেকে তুলে এনে স্বাভাবিক জীবনে ফেরানো। ২০২২ সালের নিউজিল্যান্ডের তরুণ প্রজন্মের মধ্যে চালানো একটি সমীক্ষা বলছে, ১৬ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে প্রায় ৮৭ শতাংশ বিচ্ছেদের পর অবসাদের শিকার। অবসাদ থেকে মুক্তি পেতে অনেকেই আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। তার পরেই তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করল কিউয়ি সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct