আপনজন ডেস্ক: প্রত্যাশামতো মুক্তির মাত্র তিন দিনে বক্স অফিসে ১০০ কোটি টাকা আয়ের রেকর্ড গড়লো সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান'। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ছবিটি তেমন না জমলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে যেন মাত করেছে ছবিটি। বিশেষজ্ঞরা বলছেন, মুক্তির মাত্র ৩ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১১০ কোটি টাকা।যেখানে শুধুমাত্র বক্স অফিস থেকেই ছবিটি আয় করেছে ৬৮.১৭ কোটি টাকা।আশা করা যাচ্ছে সালমানের ছবিটির আয় ৩০০ কোটির ঘর পেরিয়ে যাবে। একই সাথে বিশ্বব্যাপীও এর আয় দাঁড়াবে ৫০০ কোটির কাছাকাছি। সেই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম, স্যাটেলাইট রাইটস থেকেও ছবিটির আয় মন্দ হবে না। ধরেই নেওয়া যাচ্ছে যে, ক্ষতির মুখে পড়তে হবে না সালমানের প্রযোজনা সংস্থাকে। এখন পর্যন্ত মুক্তি প্রাপ্ত ছবির ওপেনিং ডে'র বক্স অফিস আয়ের দিক থেকে শাহরুখের ‘পাঠান’এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় রয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। সারাবিশ্বে ৫৭০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান'। যার মধ্যে শুধুমাত্র ভারতেরই ৪৫০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি, যেখানে ১৬ হাজারেরও বেশি শো চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct