আপনজন ডেস্ক: হিজাব পরা বা না পরা নয়, এর চেয়ে অনেক বড় বিবেচনার বিষয় হল শিক্ষা। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় রাজ্যের বোর্ড পরীক্ষায় মানবিকে প্রথম হয়ে এমনটাই বললেন মেধাবী ছাত্রী তাবাসসুম শাইক। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে গত বছর কর্নাটকের উদুপিতে তুমুল বিতর্ক তৈরি হয়ে। এর পরই হিজাব পরে ক্লাসে আসা যাবে না বলে নির্দেশনা জারি করে বিজেপি শাসিত দক্ষিণের এই রাজ্য। এরপর বেশ কিছু জায়গায় বিক্ষোভও হয়। এই অবস্থায় বহু ছাত্রী প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে প্রাক বিশ্ববিদ্য়ালয় কলেজ পিইউসি) ভর্তি হন। মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি এই প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নিষেধাজ্ঞার ফলে তাবাসসুম শাইক নিজেও অনেক দিন তার শিক্ষাপ্রতিষ্ঠান লুরুর এনএমকেআরভি পিইউ কলেজ ফর উইমেন কলেজে যাননি। তাবাসসুম বলেন, তার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাবা আব্দুল খাউম শাইক এবং গৃহিনী মা পারভীন মোদি মেয়ের সঙ্গে বসে মতামত জানতে চান। তিনি বাবা-মাকে জানিয়ে দেন পড়ালেখাই মূখ্য। সে ঘটনার উল্লেখ করে তাবাসসুম বলেন, ‘ধর্ম এবং শিক্ষা দুটোই গুরুত্বপূর্ণ। তাই দুটো থেকে যখন একটিকে বেছে নিতে বলা হয়, তখন আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে, বিশেষ করে একটি ধর্মনিরপেক্ষ দেশে। তখন কিছুদিন আমি কলেজেও যাইনি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct