আপনজন ডেস্ক: দুই দিন টুইটারে কে আসল আর কে নকল, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। তারকাদের আইডি থেকে নির্ভরতার সেই নীল চিহ্নই যে গায়েব হয়ে গিয়েছিল। তাই ক্রিস্টিয়ানো রোনালদো, বাবর আজম ও বিরাট কোহলিদের মতো তারকাদের আইডি কোনটা চেনা যাচ্ছিল না। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে তারকাদের অনেককেই নীল টিক আবার ফেরত দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। টুইটার থেকে নীল চিহ্ন গায়েব হওয়ার পেছনে ভূমিকা রেখেছে টুইটারের নতুন নীতি। সেই নতুন নিয়ম অনুসারে নীল টিক চিহ্নের জন্য দিতে হবে প্রতি মাসে ৮ ডলার করে। এই টাকা না দিলে গায়েব হয়ে যাবে নীল টিক। শুরুতে অবশ্য মাসে ২০ ডলারের কথা ভাবা হয়েছিল। যদিও পরে সেখান থেকে সরে আসেন টুইটারের মালিক ইলন মাস্ক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct