আপনজন ডেস্ক: উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারমাণবিক শক্তি হিসেবে তাদের দেশের মর্যাদা ‘চূড়ান্ত’ এবং অপরিবর্তনীয়।’ তিনি শুক্রবার (২১ এপ্রিল) বলেছেন, কিম জং উনকে সম্পূর্ণরূপে পরমাণু অস্ত্র ত্যাগ করার জন্য জি-৭ এর আহ্বানের নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। পিয়ংইয়ং চলতি মাসে দেশের প্রথম কঠিন জ্বালানী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষাসহ নিষেধাজ্ঞা অমান্যকারী উৎক্ষেপণের আরেকটি রেকর্ড-ব্রেকিং স্ট্রিং পরিচালনা করেছে। এটি কিমের সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি।সিউল, ওয়াশিংটন এবং জাতিসংঘ সকলেই পরীক্ষার সমালোচনা করেছে এবং এই সপ্তাহে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা পিয়ংইয়ংকে ‘সম্পূর্ণ, যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয় পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করার’ আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই ‘চরমভাবে হস্তক্ষেপবাদী’ বিবৃতির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, জি-৭ তার দেশের ‘সার্বভৌমত্বের বৈধ অনুশীলন’ ‘ক্ষতিকরভাবে টানাটানি করছে’। বিশ্ব-মানের পারমাণবিক শক্তি হিসেবে তাদের অবস্থান চূড়ান্ত এবং অপরিবর্তনীয়।’ চোয়ে বলেন, ‘মুষ্টিমেয় অহংকারী দেশের একটি বদ্ধ গ্রুপ জি-৭, ন্যায়বিচার, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, কিন্তু মার্কিন আধিপত্য নিশ্চিত করার জন্য একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct