আপনজন ডেস্ক: ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর লড়াইয়ে উত্তাল সুদান। বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও) বলছে, এখন পর্যন্ত ৪১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি। গত সপ্তাহে দেশটির সেবাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী খার্তুমে এখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ডব্লিউএইচও’র প্রধান আধানাম ঘেব্রেয়াসুস দেশটিতে হাসপাতাল ও এর সংশ্লিষ্ট পরিষেবায় হামলায় ঘটনাকে ‘বিরক্তিকর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দুইপক্ষকে অনতিবিলম্বে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct