আপনজন ডেস্ক: বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দলের এক নয়া কর্মসূচী। সেই কর্মসূচীর নাম ‘জনসংযোগ যাত্রা’। সেই কর্মসূচী শুরু হতে চলেছে আগামী ২৫ এপ্রিল থেকে যা চলবে ২ মাস ধরে। এই দুই মাস অভিষেক নিজেই ঘুরবেন গ্রামগঞ্জে। কথা বলবেন দলের নেতা থেকে কর্মী, ব্লক সভাপতি থেকে বুথ সভাপতি মায় আমজনতার সঙ্গে। করবেন কর্মীসভা, বুথসভা ও জনসভাও। শুনবেন আমজনতার কথা। তাঁদের অভাব-অভিযোগের কথা। পঞ্চায়েত নির্বাচনে তাঁরা এলাকার কাকে প্রার্থী হিসাবে চান সেটাও জানতে চাইবেন তিনি। কার্যত এই কর্মসূচী নিয়েই তিনি দুই মাস বাংলাজুড়ে ঘুরে বেড়াবেন। কর্মীদের সঙ্গেই করবেন তিনি খাওয়াদাওয়া-রাত্রিবাস। তিনি কবে কোথায় সেই রাত্রিবাস করবেন সেটাই এবার সামনে নিয়ে এল তৃণমূল। মানচিত্রের আকারেই তা তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে আগামী ২৫ এপ্রিল অভিষেক তাঁর কর্মসূচী শুরু করবেন উত্তরবঙ্গের কোচবিহার জেলা থেকে। সেদিন তিনি রাত্রিবাস করবেন দিনহাটায়। পরের দিন অর্থাৎ ২৬ এপ্রিল ও ২৭ এপ্রিল তাঁর রাত্রিবাসের জায়গা হতে চলেছে মাথাভাঙা ও তুফানগঞ্জ। ২৮ এপ্রিল অভিষেক পা রাখবেন আলিপুরদুয়ার জেলায়। সেদিন তিনি রাত্রিবাস করবেন আলিপুরদুয়ারের বুকেই। ২৯ এপ্রিল তিনি যাবেন জলপাইগুড়ি জেলায়। সেদিন মাল এবং তারপরের দিন অর্থাৎ ৩০ এপ্রিল তিনি রাত্রিবাস করবেন ডাবগ্রাম-ফুলবাড়িতে। ১লা মে অভিষেক দার্জিলিং জেলা ছুঁয়ে পা রাখবেন উত্তর দিনাজপুর জেলায়। সেদিন করণদিঘী ও তারপরের দিন ইটাহারে রাত্রিযাপন করবেন তিনি। ৩ মে অভিষেক রাত্রিবাস করবেন পাশের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। ৪ ও ৫ মে তিনি থাকবেন মালদা জেলায়। সেখানে তিনি রাত্রিবাস করবেন রতুয়া ও কালিয়াচকে। পরের দিন অর্থাৎ ৬ মে তিনি পা রাখবেন দক্ষিণবঙ্গের বুকে। যাবেন মুর্শিদাবাদ জেলায়।মুর্শিদাবাদের বুকে অভিষেক থাকবেন টানা ৪দিন ৬ থেকে ৯ মে। প্রথমদিন ভগবানগোলা, দ্বিতীয় দিন জলঙ্গি, তৃতীয়দিন নওয়াদা এবং চতুর্থদিন তিনি থাকবেন সাগরদিঘীর বুকে। ১০ তারিখ অভিষেক যাবেন কেষ্টগড় থুড়ি অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের বুকে। সেখানে তিনি থাকবেন ৩ দিন। ১০ মে মহম্মদবাজার, ১১ মে দুবরাজপুর এবং ১২ মে নানুরের বুকে রাত্রিবাস করবেন তিনি। বীরভূম সেরে অভিষেক ঢুকবেন পূর্ব বর্ধমান জেলায়। সেখানে তিনি থাকবেন ৪দিন, অর্থাৎ ১৩ মে থেকে ১৬ মে। ১৩ তারিখ তিনি রাত্রিবাস করবেন পূর্বস্থলী দক্ষিণে, পরেরদিন জামালপুরে, ১৫ মে ভাতার ও পরের দিন গলসিতে। ১৭ মে অভিষেক পা রাখবেন পাশের পশ্চিম বর্ধমান জেলায়। সেদিন তিনি রাত্রিবাস করবেন বারাবণীতে। ১৮ মে তিনি যাবেন বাঁকুড়া জেলায়। সেখানে তিনি ৪ দিন থাকবেন, অর্থাৎ ১৮ থেকে ২১ মে। প্রথমদিন বড়জোড়ায়, দ্বিতীয়দিন কোতুলপুর, তৃতীয়দিন তালড্যাঙরা এবং চতুর্থদিন ছাতনায় কর্মীদের সঙ্গে রাত্রিবাস করবেন তিনি। ২২ তারিখ অভিষেক যাবেন পুরুলিয়া জেলায়। সেখানে তিনি ৩ দিন থাকবেন, অর্থাৎ ২২ থেকে ২৪ মে। প্রথমদিন তিনি রাত্রিবাস করবেন কাশিপুরে, পরেরদিন বাঘমুন্ডিতে এবং শেষেরদিন বড়বাজারের বুকে।২৫ মে অভিষেক পা রাখবেন জঙ্গলমহলের অন্যতম জেলা ঝাড়গ্রামের বুকে। সেখানে তিনি ২দিন থাকবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct