আপনজন ডেস্ক: তিন মাসের মধ্যে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের কল্যাণকর রাষ্ট্র হিসাবে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উচিত এখনও যারা রেশন কার্ড পাননি তাদের রেশন কার্ডের ব্যবস্থা করে দেওয়া জানালো আদালত। এই রেশন কার্ড তাদের জন্য অবিলম্বে ইস্যু করা দরকার। প্রায় ২৮৮ মিলিয়ন পরিযায়ী শ্রমিক ই শ্রম পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ৮০মিলিয়ন শ্রমিকের কাছে কোনও রেশন কার্ডই নেই। এই তথ্য জানার পরেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তিন মাসের মধ্যে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে।বিচারপতি এমআর শাহ ও বিচারপতি আশানুদ্দিন আমানুল্লাহ জানিয়েছেন, আরও তিন মাস সময় দেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে ই-শ্রম পোর্টালে বাদ পড়ে গিয়েছে এমন শ্রমিকদের জন্য রেশন কার্ড দিতে হবে। তারা যাতে রাজ্য সরকার, জাতীয় সুরক্ষা মিশনের সুবিধা পান সেটা দেখতে হবে।
এদিকে এনিয়ে একটি স্বতপ্রণোদিত মামলা হয়েছিল। যেখানে বলা হয়েছিল কোভিড অতিমারির সময় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া প্রচুর শ্রমিক ফিরে এসেছিলেন নিজের রাজ্যে। কিন্তু এসে তাঁরা দেখেন খাবার, কাজ কিচ্ছু নেই। তখনই আদালত একাধিক নির্দেশ দিয়েছিল যাতে এই পরিযায়ী শ্রমিকরা অন্তত তাদের খাদ্য সুরক্ষাটা পান।তবে এই যে ২৮৮ মিলিয়ন শ্রমিককে পোর্টালের আওতায় নিয়ে আসা এটাকে সন্তোষজনক মনে করছে আদালত। কিন্তু সেই সঙ্গেই বলা হয়েছে, এই মানুষগুলোকে রেশন কার্ডও দিতে হবে। তবে এর আগে আদালত জানিয়েছিল, জাতীয় খাদ্য সুরক্ষা অ্য়াক্টের সঙ্গে ই শ্রম পোর্টালের সামঞ্জস্য রেখে চলার ব্যাপারেও বলা হয়েছিল। সেই সময় কেন্দ্রের তরফে স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছিল ৭৮০ মিলিয়ন উপভোক্তাকে এনএফএসএর আওতায় আনা হয়েছে। তবে ৮০মিলিয়ন শ্রমিকের কোনও রেশন কার্ড নেই বলে খবর
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct