এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: অশোকনগর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ইফতার মহফিল৷ এ দিন অশোকনগর পৌরসভার কর্মচারী এবং শতাধিক ধর্মপ্রাণ অশোকনগরবাসী ইফতার মাহফিলে সামিল হন৷ উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে গিয়ে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টার কথা তুলে ধরেন৷ উপস্থিত সকলকে সব মতবাদের উর্ধ্বে উঠে মমতার পাশে থাকতে অনুরোধ করেন নারায়ণ গোস্বামী৷ অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার ইফতার মাহফিল থেকে অশোকনগরবাসীকে শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে আহ্বান জানান৷ তিনি বলেন, ‘কেউ যদি আমাদের মধ্যে বিভেদের প্রাচীর তুলতে চাই তাঁর সফল হবে না৷ আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকবো৷’ এ দিন ইফতার মহফিলে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার সহ একাধিক কাউন্সিলরা৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct