আপনজন ডেস্ক: ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে মানহানির মামলা থেকে নিষ্কৃতি পেলেন না দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মামলায় গুজরাতের সুরাতের নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিতে যে আবেদন রাহুল করেছিলেন, তা আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে দায়রা আদালত।সুরাতের দায়রা আদালত রাহুলের আবেদন মঞ্জুর করলে তিনি লোকসভার সদস্যপদ ফেরত পেতে পারতেন। এখন তাকে গুজরাত হাইকোর্টে যেতে হবে। সেখানে বিফল হলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা থাকবে।‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে চার বছর আগে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয়। এই মামলায় গত ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালত রায় দেয়। রায়ে রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরদিন (২৪ মার্চ) রাহুলের লোকসভার সদস্য পদ খারিজ হয়।
ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে সুরাতের দায়রা আদালতে যান রাহুল। তিনি সাজা স্থগিতের আবেদন জানান। আবেদনে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট আদালতের রায় সংগতিপূর্ণ নয়। তিনি ন্যায়বিচার পাননি। তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।রাহুলের আইনজীবী বলেছিলেন, বাদী এখতিয়ার বহির্ভূতভাবে মামলা করেছেন। রাহুল ভাষণ দিয়েছিলেন কর্নাটকে। কিন্তু তার বিরুদ্ধে মামলা হয় গুজরাতে।আজ দায়রা আদালতের রায়ের পর কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ একটি টুইট করেন। তিনি বলেন, আইন অনুযায়ী, এই রায়ের বিরুদ্ধে আবেদনের ক্ষেত্রে যেসব উপায় বাকি থাকছে, কংগ্রেস তা করবে।‘মোদি’ পদবিধারীরা কোনো কোনো রাজ্যে অনগ্রসর শ্রেণিভুক্ত। রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি প্রচার করছে যে কংগ্রেস অনগ্রসরদের অসম্মান করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct