মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: বকেয়া ডি এ প্রদান, স্বচ্ছভাবে সমস্ত শূন্যপদে নিয়োগ, জাতীয় শিক্ষানীতি বাতিল সহ মোট ১১ দফা দাবিতে গত ১৭ ই এপ্রিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) ডাকে উত্তরকন্যা অভিযান অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ এই আন্দোলনের উপর পুলিশী নির্যাতন, পুলিশের জল কামান চালানোকে ধিক্কার জানিয়ে উভয় শিক্ষক সংগঠনের উদ্যোগে ১৯ শে এপ্রিল, বুধবার ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে ধিক্কার মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। এদিন বার্জটাউনে এবিপিটিএ অফিস থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে ক্ষুদিরাম মোড়,বিদ্যাসাগর মোড়, গান্ধী মোড়, পঞ্চুর চক হয়ে গোলকুঁয়াচকে যায়। সেখান থেকে পঞ্চুর চকে ফিরে এসে নেতাজি মূর্তির পাদদেশে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিটিএ-এর প্রাক্তন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, মহাকুমা সভাপতি শ্যামল ঘোষ, এবিপিটিএ-জেলা সম্পাদক সন্দীপ ঘোষ, শিক্ষক নেতৃত্ব সোনালী সিনহা,কিরণ প্রামাণিক,অমিত দে,পল্লব সরকার প্রমুখ শিক্ষক নেতৃত্ব। এদিনের মিছিলে শতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী যোগ দেন। একই ইস্যুতে এদিন ঘাটাল ও খড়্গপুর মহকুমায় ধিক্কার মিছিল সংগঠিত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct