সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: দীর্ঘ একমাস কেয়াম সাধনার পর অনুষ্ঠিত হবে খুশির উৎসব ঈদ। আসন্ন সেই ঈদ উৎসব উপলক্ষে লোকপুর থানার উদ্যোগে স্থানীয় থানার নতুন ভবন সভা কক্ষে বুধবার অনুষ্ঠিত হয় সমন্বয় সভা। এলাকায় আইন শৃঙ্খলা, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সেই সভা থেকে বিশেষ ভাবে অভিভাবকদের উদ্দেশ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির কথা তুলে ধরেন এবং বলেন ঈদ হচ্ছে আনন্দের দিন, সেদিন যেন বিষাদময় না হয়ে ওঠে। বিশেষ করে আনন্দে মাতোয়ারা হয়ে ছোট ছোট বাচ্চারা মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বেপরোয়া গাড়ি চালানোর ফলে দূর্ঘটনার কবলে পড়ে। সেই জন্য বাচ্চাদের হাতে মোটরসাইকেলের চাবিটা তুলে না দেওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনের কাছে থেকে মতামতের ভিত্তিতে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সকলেই সহযোগিতা করার কথা ব্যক্ত করেন। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম সেখ ফিরোজ হোসেন, লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, এস আই রনজিৎ মন্ডল, এস আই প্রশান্ত ঘোষ, এএসআই আব্দুস সামাদ, পেশ ইমাম হাফিজ সামিউল খান, আইনজীবী সুনীল কুমার সাহা, সমাজসেবী দীপক শীল, উজ্জ্বল দত্ত সহ মুসলিম অধ্যুষিত বিভিন্ন মসজিদ কমিটির সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সমাজসেবীগণ।আজকের সমন্বয় সভা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন ডিএসপি ক্রাইম সেখ ফিরোজ হোসেন। অনুরূপ ঈদুল ফিতর পালনকালে এলাকায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় , সেই লক্ষ্যে রাজনগর থানার পক্ষ থেকে ও একটি শান্তি বৈঠক আয়োজিত হয়।সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম সেখ ফিরোজ হোসেন, রাজনগর থানার ওসি দেবাশিস পন্ডিত, রাজনগর থানার এএসআই দীপক কুমার রায়,সমাজসেবী মহম্মদ শরীফ, রাহে ইসলাম কমিটি, শান্তি কমিটি ও ব্যবসায়ী সমিতির কর্ম কর্তাগণ সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct