আপনজন ডেস্ক: চরম অর্থনৈতিক সংকটে ভূগছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। বর্তমানে মূল্যস্ফীতি চরমে পৌছেছে পাকিস্তানে। খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে পাকিস্তান। অর্থনৈতিক সংকটের কারণে এবার পাকিস্তানিদের ঈদের আমেজ অনেকটাই মলিন হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস শেষে পবিত্র ঈদ উপলক্ষে পাকিস্তানের ছোট দোকান এবং ব্যবসাগুলো আগে নিশ্চিতভাবেই অনেক বেশি অর্থ রোজগার করতে পারতো। কিন্তু এ বছর তাদের অনেকেই উদ্বিগ্ন যে, বাড়তি রোজগার তো দূরের কথা এবার তারা তাদের মাসিক ভাড়া দেওয়ার মতো যথেষ্ট অর্থই আয় করতে পারবেন কিনা।মূলত বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানে মুদ্রাস্ফীতি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। একইসঙ্গে রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এএফপি বলছে, ২২ কোটিরও বেশি জনসংখ্যার দেশ পাকিস্তানে গত মার্চ মাসে মূল্যস্ফীতি ৩৫.৪ শতাংশ ছুঁয়েছে। গত ১২ মাসে পাকিস্তানে খাদ্যের দাম ৪৭ শতাংশের বেশি বেড়েছে, অন্যদিকে একইসময়ে পরিবহন খরচ বেড়েছে ৫৫ শতাংশ। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৬ বছরে এই পরিমাণ মূল্যস্ফীতি কখনও দেখেনি দেশটির জনগণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct