আপনজন ডেস্ক: শচীন টেন্ডুলকারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শুরুটা যাঁরা কাছ থেকে দেখেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম সুনীল গাভাস্কার। ভারতের সাবেক অধিনায়ক এখন ধারাভাষ্যকক্ষে বসে দেখছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকারকে। ২৩ বছর বয়সী অর্জুনের মুম্বাইয়ের হয়ে আইপিএল অভিষেক হয়েছে এ সপ্তাহে, প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। অভিষেককে কেন্দ্র করে গত কদিন ধরে আইপিএলে আলোচনার তুঙ্গে অর্জুনের নাম। বাবা ব্যাটসম্যান হলেও ছেলে বাঁহাতি পেসার। খেলোয়াড়ি ভূমিকায় বড় অমিল থাকলেও আইপিএল অভিষেকের পর অর্জুনের মধ্যে শচীনের ছায়া খুঁজছেন অনেকে। অভিষেকে, অর্জনে, শারীরিক ভাষায় মিল–অমিল নিয়ে হচ্ছে আলোচনা। এ নিয়ে দারুণ পর্যবেক্ষণ আছে গাভাস্কারেরও। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ শোতে গাভাস্কার বাবার সঙ্গে ছেলের মধ্যে যে মিল খুঁজে পেয়েছেন, সেটির বর্ণনায় বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে শচীন টেন্ডুলকারের অসাধারণ প্রতিভা সম্পর্কে সবাই বলে। কিন্তু যেটা সবচেয়ে দুর্দান্ত ছিল সেটি হচ্ছে তার টেম্পারমেন্ট। মনে হচ্ছে অর্জুন এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তাকে আমার কাছে বিচক্ষণ চিন্তকও মনে হয়েছে।’ এমন ভাবনার পক্ষে একটি যুক্তিও দিয়েছেন গাভাস্কার। টেনে এনেছেন হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের শেষ ওভারটিকে। মুম্বাইয়ের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ২০ রান দরকার ছিল হায়দরাবাদের। অধিনায়ক রোহিত শর্মা শেষ ওভার করার জন্য বল তুলে দেন অর্জুনের হাতে। প্রথম ২ ওভারে ১৪ রান দেওয়া অর্জুন শেষ ওভারে বল করেছেন ৫টি। এর মধ্যে ১টিতে রানআউট হয়েছেন আবদুল সামাদ। ৩ বলে ১ লেগ বাই ও ১ ওয়াইডসহ খরচ হয় ৪ রান। আর পঞ্চম বলটিতে আউট হন হায়দরাবাদের শেষ ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার। অর্জুনের শেষ ওভারের বোলিং দেখে ভালো লেগেছে গাভাস্কারের। সেটাই বলেছেন নিজের পর্যবেক্ষণে, ‘যখন একজন তরুণ দলের হয়ে শেষ ওভার বোলিং করে এবং ঠিকঠাক কাজটা করতে পারে, তখন এটা সব সময়ই ভালো লক্ষণ।’ ম্যাচের পর মুম্বাইয়ের ড্রেসিংরুমে অর্জুনকে বিশেষ ব্যাজ পরিয়ে দেন শচীন। এ সময় ছেলের অর্জনের প্রশংসা করতে গিয়ে শচীন বলেন, ‘অবশেষে আইপিএলে টেন্ডুলকার একটা উইকেট পেল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct