আপনজন ডেস্ক: চলতি বছরের মাঝামাঝিতে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের স্বীকৃতি পাবে ভারত। এ ক্ষেত্রে চীনকে ছাড়িয়ে যাবে দেশটি। এ সময় চিনের চেয়ে ভারতের জনসংখ্যা প্রায় ৩০ লাখ বেশি হবে। বুধবার রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের জনসংখ্যা তহবিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৮৬ লাখের বেশি। অন্যদিকে একই সময়ে চিনের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৫৭ লাখে। চলিত বছরের মাঝামাঝিতে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের তকমা ছিল চিনের দখলে। গত ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো ২০২২ সালে দেশটির জনসংখ্যা সংকুচিত হয়ে আসার খবর পাওয়া যায়। অন্যদিকে ২০২১ সালে ভারতে আদমশুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে গেছে। পিউ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের পর থেকে ভারতে ১০০ কোটির বেশি মানুষ বেড়েছে। ওই বছর থেকে জাতিসংঘের পক্ষ থেকে বৈশ্বিক জনসংখ্যা নিয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ শুরু হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct