আনোয়ার হোসেন, সুতাহাটা, আপনজন: তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতে সুতাহাটা ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের নতুন কমিটি গঠন হয়,পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন প্রেস কনফারেন্স এর মাধ্যমেই বর্তমান যুব ব্লক সভাপতি গৌর মন্ডল,সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মিশ্র ও সুতাহাটা ব্লক আই এন টি টি ইউ সির সভাপতি জয়দেব পাল এর উপস্থিতিতে, কমিটিতে অনেক নতুন মুখ উঠে আসে,সহ-সভাপতি হিসাবেই উঠে আসে তিন জনের নাম সেক আবুল হাসান,অঞ্জন দাস, বিকাশ ঘড়ই,সাধারণ সম্পাদক দুই জন সেক ইসমাইল’সুনন্দ সিং,সম্পাদক দুই জন সৈয়দ মইনুদ্দিন,অলোক কুমার মন্ডল,কোষাধ্যক্ষ হরিশ হাজারি,সাধারণ সদস্য ১১ জন,সব মিলিয়ে ২০ জনের নামের তালিকা প্রকাশ করেন।যুব সভাপতি গৌর মন্ডল বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ ও জেলা কমিটির অনুমোদন ক্রমে এই তালিকার প্রকাশ,পঞ্চায়েত নির্বাচনে এই কমিটি নতুন উদ্যমে কাজ করবে এবং বিরোধীদের পর্যদুস্ত করবে বলে মত প্রকাশ করেন,বিকাশ ঘড়ইও সেক আবুল হাসান আগে সহ- সভাপতির ছিলেন পুনরায় তাদের সেই পদে দায়িত্ব দেয়,দুই জনেই বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ,নতুন করে উঠে আসে অঞ্জন দাস সহ-সভাপতি হিসাবেই,অঞ্জন দাস কে সকলে আইপ্যাকের কর্মী হিসাবেই চিনেন,সৈয়দ মইনুদ্দিন সকলের পরিচিত মুখ ছাত্র রাজনীতি থেকে উঠেআসে,আগে সুতাহাটার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিল,বর্তমানে তাকে যুব সম্পাদক করে,সেক ইসমাইল জয়নগর অঞ্চলের যুবর সহ- সভাপতি ছিল বর্তমানে তাকে সুতাহাটা ব্লক যুবর সাধারণ সম্পাদকের দায়িত্বে আনেন। সুনন্দ সিং কে সাধারণ সম্পাদকের দায়িত্বে আনেন নতুন মুখ। কোন মহিলাদের নাম নেই যুব তালিকায় ফলে গুঞ্জন শোনা যায়,অপর দিকে বেশিরভাগ সদস্য নতুন মুখ ফলে সুতাহাটার রাজনীতিতে নতুন চমক,এর ফল পঞ্চায়েত ভালো হবে বলে মত রাজনৈতিক মহলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct