সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: ভূমিহীন আদিবাসীদের পাট্টা প্রদান, আদিবাসী পাড়ায় মাঞ্জিহি থানের পাট্টা সুনিশ্চিত করা, প্রত্যেক আদিবাসী গ্রামকে জাহের থানের পাট্টা প্রদান, সরকারি নিয়ম অনুযায়ী আদিবাসীদের পাট্টা প্রদান থেকে বঞ্চিত করা হচ্ছে, খাস জমি খড়ি খাদান মালিকদের দেওয়া হচ্ছে ইত্যাদি ৮ দফা দাবিতে আজ মঙ্গলবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চণ্ডীদাসপুর আদিবাসী গাঁওতার ডাকে দুবরাজপুর বি.এল. এণ্ড এল.আর.ও. অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয় দিশম আদিবাসী গাঁওতার ডাকে। প্রায় পাঁচ শতাধিক আদিবাসী গাঁওতার সদস্যরা দুবরাজপুর সারদা ময়দান থেকে বিভিন্ন ধরনের শ্লোগান তথা দাবি সম্বলিত প্ল্যাকার্ড সহযোগে মিছিল বের করে বি.এল এণ্ড এল.আর.ও অফিসের সামনে জমায়েত হন। মিছিলের নেতৃত্ব ছিলেন দিশম আদিবাসী গাঁওতার জেলা সম্পাদক রবীন সরেন। বি.এল এণ্ড এল.আর.ও অফিস চত্বরের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। পরে ৫ সদস্যের এক প্রতিনিধি দল ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি ব্লক ভূমি আধিকারিক এর হাতে তুলে দেন।জানা যায় তাঁদের দাবী গুলির মধ্যে ছিল ভূমিহীন আদিবাসীদের পাট্টা দেওয়া হচ্ছে না, আদিবাসী পাট্টা হস্তান্তর করা হচ্ছে, প্রত্যেক আদিবাসী পাড়ায় মাঞ্জিহি থানের পাট্টা সুনিশ্চিত করতে হবে, প্রত্যেক আদিবাসী গ্রামকে জাহের থানের পাট্টা দিতে হবে, সরকারি নিয়ম অনুযায়ী আদিবাসীদের পাট্টা দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে, খাস জমি খড়ি খাদান মালিকদের দেওয়া হচ্ছে ইত্যাদির অভিযোগ করেন। এ বিষয়ে দিশম আদিবাসী গাঁওতার জেলা সম্পাদক রবীন সরেন জানান,৮ দফা দাবির প্রেক্ষিতে দুবরাজপুর ব্লক ভূমি আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ২৫ এপ্রিল পর্যন্ত তিনি সময় দিয়েছেন। সেদিন আমরা আমাদের জমি জায়গার দাগ নম্বর সহ আমীনদের নিয়ে বসা হবে। আশা করছি সেদিনই সমস্যার সমাধান হয়ে যাবে।ভূমি আধিকারিক উত্তরীয় চন্দ্র জানান,আদিবাসী গাঁওতার পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি রয়েছে জানা ছিল না। তবে তাঁদের ন্যায্য দাবী গুলি সমাধানের করার চেষ্টা করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct