এহসানুল হক, রাজারহাট, আপনজন: এসো কোরআনী পরিবার গড়ি - র পরিচালনায় রাজারহাট নিউটাউনের বিষ্ণুপুর রিফা অটো মোবাইল কনফারেন্স রুমে তিনদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী সারা বাংলা হিফজুল কোরআন প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছিল, আজকে দ্বিতীয় দিন। ২৭ শে রমজান ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে, এই ফাইনাল রাউন্ড থেকে চারজন হাফেজ সাহেব কে বেছে নিয়ে পুরষ্কৃত করা হবে। কোরআনী পরিবারের চেয়ারম্যান হাফেজ আজিজ উদ্দিন বলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাফেজ সাহেবরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কোরআনী পরিবারের ভাইস-চেয়ারম্যান হাজী লাল্টু বলেন বাংলাদেশের হাফেজ সাহেবরা যেভাবে বিশ্বজয় করছেন আগামী দিনে যাতে আমাদের দেশের সোনার ছেলেরা বিশ্ব প্রতিযোগিতায় অংশ করতে পারেন তার প্রচেষ্টা করে যেতে হবে, প্রধান উপদেষ্টা হাজী নুর মহাম্মদ বলেন, আগামী দিনে এই হিফজুল কোরআন প্রতিযোগিতা আরো সুন্দর করে করার চেষ্টা করব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী শাখাওয়াত হোসেন,ক্বারী জাবীদ আলী,ক্বারী তামজিদুর রহমান , হাফেজ ক্বারী আতিকুর রহমান, হাজী শাহনাওয়াজ হোসেন, হাফেজ আনসার আলী, মাওলানা শামিম, শিক্ষক মমিনুল ইসলাম সহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ আফাজ উদ্দিন ও কোরআনী পরিবারের সদস্যরা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct