আপনজন ডেস্ক: বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে দখলদার ইসরাইল বাহিনী। ফিলিস্তিনিদের ভূখন্ড দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে ইসরাইল। দিন দিন ইসরাইলের পাশবিকতা ও ফিলিস্তিনিদের উপর নির্যাতন বেড়েই চলছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসলিম দেশগুলোর ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তার মতে, মুসলিম দেশগুলোর উচিত নির্যাতিত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরাইলের পাশবিকতার বিরুদ্ধে অবস্থান করা। তেহরানে নিযুক্ত তুরস্কের নতুন রাষ্ট্রদূত হিচাবি কিরলাঙ্গিচ রোববার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম দেশগুলোর জনগণ চায়- তাদের সরকারগুলো নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইসরাইলের দখলদার সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াক। কাজেই ইসরাইলের পাশবিকতা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় জোরদার ও ঐক্যবদ্ধ হতে হবে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের পাশবিক হামলা বেড়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct