রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সোমবার সকাল পাচটা নাগাদ সিবিআইএর তদন্তকারী আধিকারিকেরা বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে বড়ঞা থেকে গ্রেফতার করে কলকাতায় নিজাম প্যালেসের উদ্দেশ্যে নিয়ে যায়। জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার পরই জীবনকৃষ্ণ সাহার পরিবার জুড়ে কান্নার রোল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ জীবনকৃষ্ণের বড়ঞার বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তল্লাশি চালানো হয় তাঁর অফিস-সহ একাধিক জায়গায়। সিবিআই সূত্রে খবর সেই তল্লাশি চলাকালীন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে তাঁর সুপারিশে হওয়া চাকরিপ্রার্থীদের নথির পাশাপাশি এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেসই পাওয়া গিয়েছে। সব মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় দু’বস্তা নথি। সিবিআইয়ের একটি সূত্র দাবি করছে, তৃণমূল বিধায়কের বাড়ি থেকে প্রায় ৩,৪০০ প্রার্থীর তথ্য উদ্ধার হয়েছে। যার মধ্যে নাকি রয়েছে নবম এবং দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের নাম এবং রোল নম্বর সমেত বহু নথি। বিধায়কের দু’টি নোটপ্যাডও বাজেয়াপ্ত করা হয়।
কলকাতায় নিজাম প্যালেস থেকে পরে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় তাকে। এ সময় পাঁচ দিনের সিবিআই হেফাজত চাইলে আদালত চার দিনের মঞ্জুর করেন। এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানা যায়, রবিবার রাত আড়াই টা নাগাদ সিবিআইয়ের একটি কনভয় আসে। সিবিআই আধিকারিকদের নেতৃত্বে কনভয় এসে পৌঁছায় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। এবং তারপরেই সোমবার ভোর ৫ টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয়। চাকরি নিয়োগ দুর্নীতির কান্ডে শুক্রবার থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সোমবার ভোরে গ্রেফতার হলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এদিন সিবিআইএর একটি প্রতিনিধি দল জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আরো একটি সিবিআই এর প্রতিনিধি দল মোবাইল ফোন উদ্ধার করবার জন্য জীবনকৃষ্ণ সাহার বাড়িতেই রয়েছেন। জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় জীবনকৃষ্ণ সাহা সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি। টানটান উত্তেজনার মধ্য দিয়ে সোমবার সাত সকালে গ্রেফতার হল বড়ঞার পেতাজ বাদশা জীবনকৃষ্ণ সাহা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct