ইসরাফিল বৈদ্য, হাবড়া, আপনজন: হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল ইফতার মজলিশ। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, যেভাবে ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করে বিজেপি চক্রান্ত করছে তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন বর্তমান সরকারের আমলে নিরপেক্ষ ভূমিকা পালন করে কাজ করে চলেছে। হাবড়া থানা কমিটির উদ্যোগে যে সম্প্রিতীর বন্ধন অটুট রাখতে ইফতার মাহফিল আয়োজিত হলো তা প্রশংসার দাবি রাখে। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম ক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন সমস্ত সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা পালনের যে দৃষ্টান্ত মুখ্যমন্ত্রী রাজ্যব্যাপী তৈরি করেছে তা দেশের কাছে দৃষ্টান্তমূলক। হাবড়া থানা কমিটির সদস্যরা অত্যন্ত সুন্দর পরিবেশে ইফতার মাহফিলের মাধ্যমে যে বৈচিত্র্যের লীলাভূমি গঠন করল তাকে কুর্নিশ জানান কর্মাধ্যক্ষ ফারহাদ। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা, এসডিপিও রোহিদ সেখ, আইসি অরিন্দম মুখোপাধ্যায়, কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, স্থানীয় ইমাম মোয়াজ্জিন, জনপ্রতিনিধ ও সাধারণ মানুষেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct