নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: ঈদ উপলক্ষে ওয়ার্ডের পিছিয়ে পড়া প্রায় দেড় হাজার মানুষের দুয়ারে বস্ত্র বিতরণ। বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডলের উদ্যোগ আয়োজিত হল ওই সামাজিক কর্মসূচি। রবিবার বিকালে আটঘরা প্রাথমিক স্কুল ময়দান প্রাঙ্গণ থেকে ওই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী। আজিজুল জানান, ‘এদিন প্রায় ৩০০ জনের নাগরিকের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দিয়ে দুয়ার বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করেন বিধায়ক তাপস চ্যাটার্জির। তা চলবে আগামী ঈদের আগ পর্যন্ত। বুথের দলীয় কর্মীদের মাধ্যমে পিছিয়ে পড়া নাগরিকদের বাড়িতে পৌঁছে যাবে নতুন বস্ত্র’। এদিন কর্মসূচিতে অন্যদের মতো উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র পরিষদের সদস্য আরাত্রিকা ভট্টাচার্য, নাজির হোসেন মন্ডল, কুতুব উদ্দিন তরফদার এবং ওয়ার্ডের হিন্দু-মুসলিম দুই সাম্প্রদায়িক ধর্মগুরুরাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct