এম মেহেদী সানি, মছলন্দপুর, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করলেন দিদির দূত বিধায়ক বিশ্বজিৎ দাস। রবিবার দ্বিতীয় পর্যায়ের দিদির সুরক্ষা কবজ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিদির দূত হিসাবে মছলন্দপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের অভাব-অভিযোগ শোনেন তিনি। এ দিন এলাকায় দিদির দূতকে পেয়ে মছলন্দপুর রানীডাঙ্গার পাড়ুই সম্প্রদায়ের মানুষজন অভিযোগ করেন তাঁরা জীবন জীবিকা নির্বাহ করত স্থানীয় পদ্মা খালে মাছ ধরে সেই পদ্মা খাল সংস্কারের অভাবে দীর্ঘদিন তারা মাছ ধরতে পারছে না তাদের জীবন জীবিকায় অনেকটাই সমস্যা হচ্ছে। ওই গ্রামে প্রায় ২০০ পাড়ুই পরিবারের বসবাস। স্থানীয় মানুষের দাবিকে সমর্থন করে মসলন্দপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতর প্রধান তাপস কুমার ঘোষ দিদির দূত বিশ্বজিৎ দাসের কাছে আবেদন করেন পদ্মা খাল সংস্কার করার জন্য। সমস্যার কথা শুনে দিদির দূত বিধায়ক বিশ্বজিৎ দাস আশ্বস্ত করেন খুব শীঘ্রই পদ্মা খাল সংস্কার হবে এবং পাড়ুই সম্প্রদায়ের মানুষের সমস্যার সমাধান হবে। দিদির সুরক্ষা কবজ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিদির দূত কর্মসূচিতে এ দিন উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, স্থানীয় প্রধান তাপস কুমার ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান রহমান সরদার, যুব সভাপতি নিরুপম রায়, সহ সভাপতি নরত্তম বিশ্বাস প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct