এহসানুল হক, বাদুড়িয়া, আপনজন: বাদুড়িয়া বিধানসভা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় রবিবার। এর মূল আয়োজক ছিলেন রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ। পাশাপাশি এদিন ১০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাদুড়িয়ার দিলীপ স্কুল ময়দানে। ইফতার মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করার পাশাপাশি হিন্দু সমাজের অনেকেই উপস্থিত হতে দেখা যায়। পবিত্র ইফতার মাহফিলে সম্প্রীতির বার্তা দিতে হাজির ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ নুসরাত জাহান, জেলি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হাজী শেখ নুরুল ইসলাম, বসিরহাট জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, যুব সভাপতি সৌমিক রায় অধিকারী, জেলা আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত,বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফের পীরজাদা,সভাপতি বুরহানুল মুক্কাদিম লিটন, বসিরহাটের তৃণমূল নেতা বাদল মিত্র,বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য ,পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীন জেলা পরিষদ সদস্য মমতাজ বিবি ,তৃণমূল নেতা শাহনওয়াজ সরদার, সুভাষ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, আমরা এই বাংলায় হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আজ এই ইফতার মাহফিল থেকে সম্প্রীতির বার্তা দিতে চাই। আমরা এই সোনার বাংলাকে কোনদিন নষ্ট হতে দেব না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে রক্ষা করব। অপশক্তির পরাজয় হবে বাংলা উন্নতির পথে এগিয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct