সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: সামনেই পঞ্চায়েত নির্বাচন। যদিও পঞ্চাযেত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হযনি। তবুও সমস্ত রাজনৈতিক দল দেওয়াল লিখন শুরু করেছে জোরকদমে, বাদ নেই শাসক দল তৃণমূল কংগ্রেসও। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধান সভার বিধায়ক আব্দুর রাজ্জাকের হাত দিয়ে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে কাঁটাবাড়ি অঞ্চল থেকে। বিধায়ক জানান প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময় নেই তাই এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে দলীয় কর্মীরা। দলীয় কর্মীদের যে উৎসাহ তাতে করে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় হবে শুধু সময়ের অপেক্ষা মাত্র। এদিনের দেওয়াল লিখনে ছিলেন জলঙ্গি উত্তর জোনের কৃষক সেলের সভাপতি হাফিজুর রহমান, আইনজীবী ফেরদৌস আলি বেরুনী ও স্থানীয় দলীয় নেতৃত্ববৃন্দ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct