আপনজন ডেস্ক: দিনে পাঁচবার লাউডস্পিকারে আজানের ধ্বনি শোনানো যাবে, এ মর্মে আদেশ দিল মিনেপলিস সিটি কাউন্সিল। এ প্রথমবার এমন নির্দেশ দিল কোনও মার্কিন শহর। জানা গিয়েছে, সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নিয়েছে শহরের প্রশাসন। জানিয়ে দেয়া হয়েছে, নির্দিষ্ট পাঁচ সময়ে নিয়ম মেনে লাউডস্পিকারেই আজান শোনানো হবে। রমজান মাস চলাকালীনই এ নির্দেশ এসেছে প্রশাসনের তরফে। একাধিক মার্কিন শহরেই লাউডস্পিকার বাজানোর ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। খুব ভোরবেলা বা রাতের দিকে লাউডস্পিকারের ব্যবহার করা যায় না। নিয়ম অনুযায়ী, সকাল সাতটার আগে এবং রাত দশটার পরে ব্যবহার করা যাবে না লাউডস্পিকার। এ নিয়মের ফলে দিনের প্রথম আজান লাউডস্পিকারে বাজাতে পারে না মসজিদগুলি। এবার থেকে বদলাতে চলেছে সেই নিয়ম, এমনটাই জানিয়েছে মিনেপলিস প্রশাসন। প্রথম মার্কিন শহর হিসাবে এহেন সিদ্ধান্ত নিয়েছে মিনেপলিস। জানা গিয়েছে, নগর প্রশাসনের অন্তত ১৩ জন সদস্য ইসলাম ধর্মাবলম্বী। জনসংখ্যার মধ্যেও মুসলিমদের আধিক্য রয়েছে। ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের পর একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা মিনেপলিসের অন্যতম প্রধান আদর্শ। তাছাড়াও আমাদের দেশের সংবিধান তো রাতের বেলা ঘুমায় না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct