আপনজন ডেস্ক: পরপর দুই ম্যাচে একই গল্প। গত রোববার লিভারপুলের বিপক্ষে যে ভাগ্যবরণ করতে হয়েছিল আর্সেনালকে, আজ ওয়েস্ট হামের বিপক্ষেও তা-ই হল। অ্যানফিল্ডে সেদিন লিভারপুলের সঙ্গে আধঘণ্টার মধ্যে দুই গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু শেষ পর্যন্ত মিকেল আরতেতার দলকে মাঠ ছাড়তে হয়েছিল ২-২ ড্র করে। আজ ওয়েস্ট হামের মাঠেও প্রায় একই গল্প। ১০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় আর্সেনাল। কিন্তু সেই আর্সেনালই ম্যাচটা শেষ করেছে ২-২ সমতায়। পরপর দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে কিছুটা সুবিধাই করে দিল আর্সেনাল। ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৪। ৩০ ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। আপাতত ব্যবধান ৪ পয়েন্টের হলেও সিটির হাতে যেহেতু একটা ম্যাচ বেশি আছে, এই ব্যবধানটা ১ পয়েন্টের বলে ধরে নেওয়া যায়। তার ওপর আর্সেনাল-ম্যান সিটি মৌসুমের ফিরতি ম্যাচটা এখনো বাকি। ২৭ এপ্রিল ওই ম্যাচে আর্সেনালকে হারিয়ে দিলে শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে চলে যাবে সিটিই। দুই দলই ম্যাচটা শুরু করে ৩ পয়েন্ট নিয়ে সপ্তাহটা শেষ করার তীব্র ইচ্ছেতে। আর্সেনালের লক্ষ্য ছিল সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে যাওয়া। ওয়েস্ট হাম চেয়েছিল অবনমন অঞ্চল থেকে নিজেদের যতটা সম্ভব নিরাপদে নিয়ে যাওয়ার। আন্তোনিওর হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বুকায়ো সাকা। ফলে ওয়েস্ট হামের সঙ্গে ড্রই হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct