আপনজন ডেস্ক: মদ নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রায় নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তাকে এই মামলায় সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারীরা বলেছিলেন, মদের লবিকে লাভবান করার জন্য নীতি প্রণয়নে দুর্নীতি জড়িত ছিল। মধ্য দিল্লির লোধি রোডের কাছে সিবিআই সদর দফতর থেকে বাড়িতে পৌঁছানোর পর কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত যে তাদের কাছে আমাদের কাছে কিছুই নেই, কোনও প্রমাণও নেই। সিবিআই আমাকে মোট ৫৬টি প্রশ্ন করেছিল। সবকিছুই ভুয়ো। মামলাটি ভুয়া। কেজরিওয়ালের প্রাক্তন ডেপুটি মণীশ সিসোদিয়া, যিনি আবগারি দপ্তরের দায়িত্বে ছিলেন, গত মাসে একই মামলায় গ্রেফতার হয়েছিলেন। কেজরিওয়াল জানান, ২০২০ সাল থেকে শুরু করে মদ নীতি কার্যকর হওয়ার বছর থেকে শুরু করে শেষ পর্যন্ত সিবিআই আমাকে সবকিছু জিজ্ঞেস করেছে। দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে আপ এ নিয়ে আলোচনা করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct