আপনজন ডেস্ক: এবার আইফোন তাদের পরবর্তী সিরিজে অভুতপূর্ব পরিবর্তন আনতে চলেছে। আইফোন ১৫ সিরিজ সম্পর্কে বেশকিছু উন্নয়ন তথ্য ফাঁস হয়ে গেছে।বলা হচ্ছে, নতুন সলিড-স্টেট ভলিউম আর অ্যাকশন বাটনে যুক্ত করে আইফোনে আসছে বিস্ময়কর পরিবর্তন। স্মার্টফোনে যত কম বেজেল থাকে ততই ভালো। স্মার্টফোন নির্মাতারা বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন। তা ছাড়া ‘পপ আপ' ক্যামেরার মতো জটিল প্রযুক্তির সফল ব্যবহার দেখা যাবে আইফোনে পরের মডেলে। সরু বেজেল বৈশিষ্ট্য আইফোন ‘১৫ প্রো ম্যাক্স' মডেল নতুন বিপ্লবের সূচনা করতে পারে। এত সরু বেজেলের স্মার্টফোন বিশ্ব আগে দেখেনি। এর সঙ্গে পাবেন ইউএসবি টাইপ-সি ক্যাবল দিয়ে ডাটা ট্রান্সফারের সুবিধা। আবার ডিভাইস চার্জও করতে পারবেন। ডিজাইন আর ফিচারের দিক থেকে আইফোন ১৫ সিরিজের প্রো মডেল সবার থেকে এগিয়ে থাকবে। আইফোন ১৫ সিরিজে (আইওএস ১৭) ইউজার ইন্টারফেস থাকছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। ইউএসবি টাইপ সি ফিচারটি ডিভাইসে দেখা যাবে। ইউএসবি টাইপ-সি ক্যাবল দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আবার ডিভাইস চার্জও করতে পারবেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নতুন আইফোন ১৫ সিরিজের স্মার্টফোন বিশ্বাবাজারে প্রবেশ করবে। আইফোন ১৫ সিরিজের (প্রো এবং প্রো ম্যাক্স) ডিভাইসে ‘এ১৬ বায়োনিক’ চিপসেট থাকছে। অন্যদিকে আইফোন ১৫ (প্রো এবং প্রো ম্যাক্স) স্মার্টফোনে ৩ ন্যানোমিটারের ‘এ১৬ বায়োনিক’ চিপসেট থাকার সম্ভাবনা প্রবল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct