কথোপকথন
হাফিজুর রহমান
ইঁদুর দেখলে ধরতে ছুটে
মারতে করে না দেরি!
কেন বলোতো বিড়াল এমন?
প্রশ্ন করে জানতে চায়
আমের ভাগ্নী চেরি।
নড়েচড়ে জাম - জামরুল
শুনতে করে কান খাড়া;
ও মা তাই তো, ঘটনা-টা কী?
শুনছি, বলে চালতা লিচু
ও ভাই, একটু দাঁড়া।
বিজ্ঞের মতো হেলেদুলে
বলল আম, শোন তবে;
ইঁদুরকে-ও ভয় পায় বিড়াল
সে কথা যদি বলে দেয়
সময়টা ঠিক কবে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct