আপনজন ডেস্ক: পবিত্র রমজান মাসেও থেমে নেই ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসন। কয়েক দিন আগেই এই চলমান সংঘাতের জেরে নিহত হয় বেশ কয়েকেজন ফিলিস্তিনি নাগরিক। কিন্তু এবার বিক্ষোভরত ফিলিস্তিনিদের উপর ইসরাইলি সেনাদের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে।ঘটনাটি ঘটেছে পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কাফার কুদ্দম গ্রামে এক শিশুসহ ৩ ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন।আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার জের ধরে জেরুজালেম আল-কুদস শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। এবং আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদের দু’টি প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস। এই দিবস উপলক্ষেই এই বিক্ষোভের আয়োজন করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct