রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: ২৪ ঘন্টা ধরে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে অবশেষে বিধায়কের বাড়ির পিছনের থাকা পুকুর থেকে মিলল ৬টি সন্দেহজনক ব্যাগ।প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে নথিপত্রের ফাইল অথবা নগদ টাকা রাখা রয়েছে ওই ব্যাগগুলিতে। এরপর গতকাল সন্ধ্যা থেকেই বিধায়কের বাড়ির পিছনে থাকা এই পুকুরটি কেন্দ্রীয় তদন্তকারীকরা পুকুরের সমস্ত জল মোটরের পাম্প দ্বারা অন্যত্র সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করা হয়। জলশূন্য পুকুরে তল্লাশি চালিয়েই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা উদ্ধার করে, ৬টি ব্যাগ। প্রায় তিন হাজারের বেশি প্রার্থীর তথ্য তার বাড়ি থেকে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তার দুটি ফোন শুক্রবার বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, গতকাল রাত্রি ৯ নাগাদ বাথরুম যাওয়ার নাম করে প্রাচীর টোপকে পুকুরে ঝাঁপ দিয়ে দুটি মোবাইল ফোনগুলো লুকানো জন্য পুকুরে ছুড়ে ফেলে দেন। এর মধ্যে একটি ফোন উদ্ধার করা হয়েছে। এরপরেই তাঁর বাড়ির পাশের এলাকা ঝোপগুলিতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।জানা গিয়েছে, এখনও পর্যন্ত সিবিঅাই নজরবন্দি করে রেখেছে তাকে। তার বাড়ির পুকুর থেকে জল তোলা হচ্ছে। ফোনের পাশাপাশি পেন ড্রাইভ এবং হার্ড ডিস্কও ওই পুকুরে ফেলা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। সেক্ষেত্রে সেগুলি উদ্ধার করতে মরীয়া তদন্তকারীরা। সূত্রের খবর, ওই বাড়ির ভিতরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সামশের দেওয়ান, মহিলা নেত্রী তথা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ টলি বেগম সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। আটকে পড়েন তারাও। সময় যতই গড়াচ্ছে, বিধায়কের আন্দির বাসভবনের সামনে ভিড় বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সমর্থক ও দলের জন প্রতিনিধিরা। যদিও তদন্তকারী দলের তল্লাশি অভিযান অব্যাহত এখনো প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন অব্যাহত আছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের তল্লাশি অভিযান
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct