জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে নদীয়ার রানাঘাটের পাঁচ যুবককে গ্রফতার করল মগরা থানার পুলিশ।ধৃতদের বিরুদ্ধে প্রতারণা সহ সাইবার আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকখ সহ বেশ কয়েকটি দামী অত্যাধুনিক মোবাইল (অ্যাপেল) উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে খবর, গত ১ লা ফেব্রুয়ারি ত্রিবেণীর বাসিন্দা জনৈক শুভজিৎ সাউ একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে শুভজিৎ এবং তাঁর স্ত্রীকে বন্ধন ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ২০ হাজার টাকা অনলাইনের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। সেই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ রানাঘাট থেকে চন্দন রায় (২২), সৌগত বৈরাগী ওরফে লিটন (৩১), সঞ্জয় দাস ওরফে সৌম্য শেখর ব্যানার্জী (২২), অর্ণব বিশ্বাস ওরফে রনি (২৪) এবং সৈকত গাঙ্গুলি ওরফে রাহুল (২৭)-কে গ্রেফতার করে। তারা সকলেই সেখানকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এবিষয়ে শনিবার এক সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের কর্তা-ব্যক্তিরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, ডেপুটি সুপার (ক্রাইম) দেবীদয়াল কুন্ডু, সি আই শ্যামল চক্রবর্তী, ওসি নিরুপম মন্ডল সহ অন্যান্যরা। সৌম্যদীপবাবু বলেন, বৃহস্পতিবার ধৃতদের গ্রেফতার করে শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হয়।বিচারক সকলকে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানান, উদ্ধার হওয়া আটটি মোবাইলের মধ্যে তিনটি আই ফোন, দুটি অ্যান্ড্রয়েড ফোন এবং তিনটি সাধারণ ছোট মোবাইল। ধৃতরা বন্ধন ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদ পেতেছিল। ফেসবুকে চাকরির বিজ্ঞাপনও দিত তারা। এর আগে এরা সকলেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct