পহেলা বৈশাখের গল্প
আব্দুল মুকিত মুখতার
মধ্যরাতে ফোনাটা বাজলো ত্যক্ত হাসি হেসে
বৈশাখ নাকি জন্ম নিয়েছে সুদূর বাংলাদেশে।
খুশিতে ভরা মন মিজাজে ডাকলো, দুলাভাই
হালখাতার এই সুসংবাদটা তোমায় দিতে চাই।
ঠোঁটের খিড়কি খুলিয়া হাসে রক্তিম কালো দাঁত
পানের রসে দাঁতগুলো সব মরচে ধরা পাত।
মধ্যরাতে কিসের বৈশাখ, কি যা তা যে বলিস?
আচ্ছা, বল তো তারিখটা আজ, তুই কী তা জানিস?
কি যে প্রশ্ন করো দুলাভাই ঘুমঘোরে আবুল তাবুল
ভিডিও কলে দেখছো না আমার পাঁক ধরেছে চুল?
এই কথাটা কে জানে না? শোন’ছ না ঢুলির ঢাক?
‘কুড়ি তেইশের চৌদ্দ এপ্রিল আজ পহেলা বৈশাখ’।
লাফিয়ে উঠলাম বিছানা ছেড়ে হাসতে অট্টহাসি
কী যে বলবো ভেবে পাই না গলায় চাপলো কাশি।
ঢঙি ঢঙি প্রশ্ন করলাম, সন-এর খবর জানিস কিরে,
বলতো দেখি কি সন আজ দিনপঞ্জিকা ক্যালেন্ডারে?
এতো বোকা নই দুলাভাই তোমার মত নই মাকাল
দু’চোখ বোজিয়া বলতে পারি সনটা তো ‘চৌদ্দশ সাল’।
হাস’ব নাকি কাঁদ’ব আমি ভাবিয়া পাই না কূল
বিশ্বকবির কবিতার নাম মনে আছে তার নির্ভুল।
ইংলিশ সনের বিপ্লবে আজ বাংলা সনের সর্বনাশ
ধীরে ধীরে কৃষ্টি-কালচার হচ্ছে যে তার ছাইপাঁশ।
ভিন্ন কালচার এখনও আর ছাড়েনি বুঝি জাতিরে
বললাম তারে, বাংলা তোরা ভুলে গেছিস নাকিরে?
শুভ কামনা দিলাম তারে পহেলা বৈশাখের দিন
বাংলা সমুজ্জ্বল রাখতে হবে হয় না যেন বিলীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct