সুরজীৎ আদক, বাগনান, আপনজন: বাগনান থানার খাদিনান শিবতলায় গাজনের ঝাঁপ দিতে গিয়ে বিপত্তি ঘটলো বছর ২৪ এর দীপক আড়ুর।শু জানা গিয়েছে, শুক্রবার গাজন উপলক্ষে বাগনান থানার খাদিনান শিব তলায় গাজনের আয়োজন করা হয়েছিল। আর সেই গাজনে ঝাঁপ দিতে গিয়ে ঘটে দুর্ঘটনা।পিঠ এবং মাথায় গুরুতর আঘাত পায় দীপক। প্রাথমিকভাবে গাজন উৎসব কমিটির সদস্যরা এবং বাগনান ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজল ভৌমিকের সহায়তায় প্রথমে বাগনানের একটি বেসরকারি নার্সিং হোমে তাকে আনা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে।উল্লেখ্য গাজন হচ্ছে পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় হিন্দু লোক উৎসব। দেবতার প্রতি নিজের ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য সন্ন্যাসীরা ধারালো বটি, গাছের কাঁটার উপর ঝাপ দেন কিংবা পা দুটোকে উপরে করে মাথাটি নিচে রেখে ঝুলে থাকেন। কথিত আছে নিজেকে আরও অধিক নির্যাতন দিতে ও শিবের আশীর্বাদ পেতে তারা এই ধরনের প্রদর্শন করে থাকেন। আর এই প্রদর্শন করতে গিয়েই দীপকের জীবনে ঘটলো বিপত্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct