জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্রের হদিস এবার বারুইপুরে । বারুইপুর থানার সাব ইন্সপেক্টর ঋজু জামান হাসান এর তৎপরতায় বারইপুর থানার পুলিশ টিম ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৯টি অত্যাধুনিক কম্পিউটার ও অন্যান্য ডিজিটাল গেজেটস বাজেয়াপ্ত । সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে । ধৄতেরা হল আবু বক্কর, শাহরুখ শেখ, মহম্মদ আলম, মহম্মদ সাহিললও শাহনাজ খান। তাদের এরা সকলেই বারুইপুর থানা এলাকার মল্লিকপুরের বাসিন্দা । ধৄত ৫ জনকে বারুইপুর আদালতে পেশ করা হয় । ধৄতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান একটি পোর্টাল খুলে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নামে চলছিল এই প্রতারণা চক্র। পোর্টালে বেশ কিছু নাম্বার দেওয়া থাকত। সেই নাম্বারে স্বাস্থ্য পরিষেবা পেতে কেউ ফোন করলেই তার সাথে প্রতারণা করা হত বলে অভিযোগ। অতিরিক্ত পুলিশ সুপার জানান কিভাবে পুরো অপারেশন করা হত তা জানতেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন । সে কারণেই তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ । স্থানীয় সুত্রে জানা গিয়েছে বিগত দুই বছর ধরে চলছিল এই কল সেন্টার । তবে পুরো বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পার্থ ঘোষ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct