আপনজন ডেস্ক: প্রথমবারের মতো সলিড-ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এখন পর্যন্ত দেশটির সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এটি। বৃহস্পতিবারের ওই উৎক্ষেপণকে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ‘বিস্ময়কর সাফল্য’ বলে অভিহিত করেছে। তরল জ্বালানি চালিতে ক্ষেপণাস্ত্রের তুলনায় সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র আরো দ্রুতগতিতে ছোড়া যায়, ফলে এগুলো বাধা দেওয়া কঠিন হয়ে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct