আপনজন ডেস্ক: টেক্সাসের স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই সপ্তাহের শুরুতে টেক্সাসের একটি দুগ্ধ খামারে বিস্ফোরণের ঘটনায় ১৮ হাজার গরু মারা গেছে। এ ছাড়া টেক্সাসে ‘সাউথ ফর্ক’ নামের ওই খামারে বিস্ফোরণে একজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষের ধারণা, ডেইরি ফার্মের যন্ত্রপাতি মিথেন গ্যাসের সংস্পর্শে আসায় বা ওই যন্ত্রের মধ্যে মিথেন গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটে ও পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে খামারের প্রায় ৩ মিলিয়ন প্রাণী আগুনে পুড়ে মারা গেছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় খামারে এই আগুন লাগার খবর তারা জানতে পারেন। পুলিশ একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি খামার থেকে কালো ধোঁয়া ওপরের দিকে উঠছে। বিস্ফোরণের পর পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct